প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২, ২০২২, ০৫:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 537 জনসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পন্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ব্যাবহারের দায়ে ৭টি মামলায় ৭ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার জামতৈল বাজারস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান রনি। তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্যমতে, মামুন এন্ড সুমন হোটেলে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারীর পণ্য রাখার দায়ে ৫ হাজার টাকা, ভাই ভাই ফল ভান্ডারে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা , সালাম স্টোর ২ হাজার টাকা , শহিদুল গুড় ঘর ১ হাজার ৫০০ টাকা , তাহের আলী মাছ ঘর ৫০০ টাকা , নুরুজ্জামান মাংস ঘর ২ হাজার টাকা, বিশা মাংস ঘরকে ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Facebook Comments