মোঃ কাওছার ইসলাম (মাদারীপুর) জেলা প্রতিনিধিঃ সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। যুগযুগ ধরে এদেশের হিন্দু সম্প্রাদয় উৎসব মুখর পরিবেশে পালন করে আসছে। অশুভ শক্তির বিনাশ সত্য সুন্দর আরাধনা অনুষ্ঠানাদি দেশের মানুষের মাঝে পারস্পারিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরত্ব ভুমিকা পালন করে। শারদীয় দুর্গাপুজা সবার মাঝে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সংহত করবে। কালকিনি উপজেলাবাসী সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করেন। তিনি দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায় নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান জানান।
Facebook Comments