মোঃ ফজলুর রহমান: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলা শাখার উদ্যোগে আগামীকাল ২৯ আগষ্ট ২০২০ খ্রি: রোজ শনিবার বিকাল ৩ টায় পল্লীবিদ্যুৎ দিঘিরপাড়, কালিয়াকৈর, গাজীপুরে “১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, “স্বাধীনতার ৪৯ বছর পরে এসেও আমরা বাঙালি জাতি আজও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে পারিনি। বঙ্গবন্ধু তার জীবদ্দশায় নিঃস্ব, ভূূমিহীন, মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন আর আজ তাঁর আদর্শের কথা বলে কতিপয় ভন্ড লোভী মানুষের অধিকার হরণ করছে, দুর্নীতি করছে, ভূমিদখল, চাঁদাবাজি করে টাকার পাহাড় গড়ে তুলছে। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা চাই, তাদের মাথা গোঁজার ঠাই চাই। বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে যে আইন পাস করে ছিলো তার পূর্ণ বাস্তবায়ন চাই।”
তিনি বলেন, “১৫ই আগষ্ট পৃথিবীর ইতিহাসের একটি নিকৃষ্টতম অধ্যায়ের নাম। ১৫ই আগষ্ট শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল সদ্য স্বাধীনতা পাওয়া এদেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের স্বপ্নকে। সেই হত্যাকারীদের পেতাত্মা এখনো বাংলাদেশের আনাচে-কানাচে নানা চক্রান্তে লিপ্ত। তাদের চিহ্নিত করে সামাজিক ভাবে বয়কট করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সিকদার মোঃ মোশারফ, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমিনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলার সভাপতি মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মো নাছির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কার্যকরী সদস্য ফজলুর রহমান, মাহমুদুর রহমান মান্নান, গাজীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সদস্য মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
Facebook Comments