মোঃ কাওছার ইসলাম (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট (শনিবার) সকালে খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া, বৃক্ষরোপন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে ।
খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজ হল রুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান কবির এবং উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন। এছাড়া ও উপস্থিত ছিলেন প্রভাষক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, দেবাসিস মন্ডল, হিসাব বিজ্ঞান শিক্ষক জহিরুল ইসলাম, গনিত শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।
Facebook Comments