প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২০, ১১:৩৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 712 জনখুলনার দিঘলিয়া উপজেলায় প্রতিপক্ষের পিটুনিতে পাটকলের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শ্রমিক।
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দীঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার সকালে মণ্ডল জুট মিলের কাজ শেষে চন্দনীমহলের বাড়িতে যান রাজন ও মেদেহী। সেখানে যাওয়ার পর প্রতিপক্ষরা তাদের স্থানীয় গুচ্ছগ্রামের নদীর পাড়ে নিয়ে যায় এবং বেদম প্রহার করে। এতে রাজন ও মেহেদী গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। আহত অপরজন মেহেদী দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ওসি জানান, রাজন স্থানীয় ইউসুফ মোল্লার ছেলে ও মেহেদী সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ জানাতে পারেনি পুলিশ। সূত্র.বনিক বার্তা
Facebook Comments