প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২৫, ০৯:২৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 5 জননিজস্ব প্রতিবেদক: আজ ৫ জানুয়ারি ২০২৫ গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ডের গুটিয়া গ্রামের গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুটিয়া, আন্দারুল, গুশুলিয়া, ভাকরাল, রাজানগর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগ ফুটকি সবাই সকাল ১১ ঘটিকার সময় গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দুর্নীতি, অনিয়ম, অভিভাবকদের সাথে অসৎ আচরন ও শিক্ষার্থীদের শিক্ষক অধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগের প্রতিবাদে প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এড. জালাল খান’র পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ ৮ বছর গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে দায়িত্ব পালন করে আসছে খায়রুন নেছা তিনি সুযোগের সৎ ব্যবহার নানা অপকর্মে লিপ্ত হয়। শিক্ষক, শিক্ষার্থীর, অভিভাবকদের সাথেও খায়রুন নেছা খারাপ আচরন করে বলে জানান। বক্তারা আরও বলে খায়রুন নেছা ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে কেউ তার কাছে কোন বিষয় কাজে গেলে তিনি স্থানীয় কাউন্সিলর ও মন্ত্রীর উদৃতি দিয়ে সে বিষয় নাকজ করে দিতেন বলে জানান পরিশেষে বক্তারা প্রধান শিক্ষিকার অপসারণের দাবি জানান।
Facebook Comments