প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 694 জনঝিনাইদহঃ গৃহবধুর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাহিদ হাসান (২৬) নামের এক যুবক গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সকালে ঝিনাইদহে শৈলকুপার রাণীনগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল জানান, ২০১৪ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অধ্যায়নরত অবস্থায় রানীনগর গ্রামের নাহিদ হাসান একই এলাকার এক কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক করে। সম্পর্কের খাতিরে কোন এক সময় মেয়েটির অশ্লীল ছবি তুলে রাখে।
সম্প্রতি ওই কলেজ ছাত্রীর বিয়ে হলে নাহিদ অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়। ভুক্তভোগি অভিযোগ করলে অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র্যাব। এ ঘটনায় শৈলকুপা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলা করা হয়েছে।
Facebook Comments