প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২০, ০৭:৪১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 697 জনকরোনার প্রকোপ থেকে শ্রমিক কর্মচারীদের রক্ষা করতে চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে কেইপিজেডের মানবসম্পদ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামীকাল রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ইপিজেডের সব কারখানার সকল বিভাগ বন্ধ থাকবে। প্রতিটি শ্রমিক কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট।
তাই, রোববার থেকে কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক কর্মচারীদের বাসায় অবস্থান করে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষা ও ভাইরাসমুক্ত থাকার প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম শহরের বাইরে আনোয়ারা-কর্ণফুলীতে অবস্থিত এই ইপিজেডে ২১টি কারখানায় প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা কর্মরত রয়েছেন।সূত্র:রাইজিংবিডি
Facebook Comments