প্রকাশিত সময় : জানুয়ারি, ১০, ২০২২, ০৬:১০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1002 জনচট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেল হাট এলাকায় অবস্থিত ফার্নিচারের মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে কর্নেল হাট জোন্স সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস।
নিউটন দাস জানান, বিকেলে কর্নেল হাটের ফার্নিচার মার্কেটে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৫টি, কুমিরা ফায়ার স্টেশনের ২টি ও বন্দর ফায়ার স্টেশনের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
Facebook Comments