শিরোনাম
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ণ

পাঠক দেখেছেন 404 জন
 

বিশেষ প্রতিনিধি: (রতন হোসেন মোতালেব) করোনা ভাইরাসের কারণে ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় অসহায়, কর্মহীন ও দুস্থ মানুষদের জমি বিক্রির টাকা দিয়ে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। দিনের বেলায় তৈরি করা করা হয় অসহায়দের তালিকা। রাতে সে তালিকা ধরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় খাদ্যসামগ্রী।

সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট, শেরআলী মার্কেট, কুটুরিয়া, ডালাপাড়া ও কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় মোট ৪শ’ পরিবারকে মনির হোসেনের পক্ষ থেকে খাদ্রসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে।

জমি বিক্রির টাকায় এখন পর্যন্ত কাঠগড়া পশ্চিম পাড়া, ধলপুর, সিকদার পাড়া, উত্তর পাড়া, পশ্চিম পাড়া, গাজীর চট, আইনাল মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে ৫ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আশুলিয়া থানার সেচ্ছাসেবক লীগের এই সহ-সভাপতি।

মনির হোসেন জানান, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কিছুদিন আগে তার বাবার দেওয়া আড়াই শতক জমি বিক্রি করে দেন। পরে করোনা ভাইরাসের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়াতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। মানুষকে যেন ঘর থেকে বের হতে না হয় এজন্য তিনি নিজেই সবার বাড়ি বাড়ি গিয়ে এসব দিচ্ছেন।

তিনি বলেন, জমি বিক্রির পুরো টাকা আমি অসহায় মানুষদের বিলিয়ে দেবো। এই দুর্যোগের সময় যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে টাকা দিয়ে কী করবো?

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top