মেহেদী হাসান (মাসুম)শেরপুর প্রতিনিধঃ- শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্হানীয় বাসিন্দাদের। ফলে এলাকায় ক্রীড়া কর্মকান্ড ব্যাহত হচ্ছে। অভিযোগে প্রকাশ, উপজেলার ধানশাইল চকপাড়া গ্রামে একটি খেলার মাঠ ছিল। দেশ স্বাধীনের পূর্বে থেকেই এলাকার তরুন ও যুব সমাজ এ মাঠে খেলাধূলা করতো। স্হানীয় বাসিন্দারা জানান,বনবিভাগের প্রায় ২ একর জমির উপর ছিল এ খেলার মাঠটি অবস্থিত। অভিযোগ রয়েছে, ওই গ্রামের প্রভাবশালী জনৈক আফাজ উদ্দিন ও তার ছেলেরা খেলার মাঠটি দখল করে চাষাবাদের পাশাপাশি ওই জমির উপর ঘর-বাড়ি নির্মান করে বসবাস করে আসছেন। ফলে এলাকার তরুন ও যুব সমাজ খেলাধূলা করতে পারছে না। এতে ঝিমিয়ে পরেছে ক্রীড়া কার্যক্রম। এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ খেলার মাঠটি পুনরোদ্ধারে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের স্বপ্ন পূরন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আলম হোসেন শেরপুর জেলা প্রশাসক,ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা, শেরপুরের সহকারি বন সংরক্ষক,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আফাজ উদ্দিন ওই জমির কাগজ আছে বলে দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেননি। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিচুর রহমান বলেন বনের জমি উদ্ধারে ব্যবস্হা গ্রহন করা হবে।
Facebook Comments