প্রকাশিত সময় : জানুয়ারি, ১, ২০২২, ০৬:২৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 517 জনগীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩১শে ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দীনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাজাহারুল ইসলাম সুজন৷ সেসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর,জেলা পরিষদের সদস্য ও হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান ও ২নং আমগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু তাহের প্রমুখ।
Facebook Comments