শিরোনাম
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ

পাঠক দেখেছেন 663 জন
 

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৯ম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে পুড়ে যাওয়া গার্মেন্টসের ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন প্রথম শ্রদ্ধা নিবেদন করে।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সে সময় কারখানাটিতে কাজ করা আহত শ্রমিক, নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিকি সংগঠনের নেতারা।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক  তপন সাহা বলেন, ‘আজকের এই দিনে প্রথম প্রহরে আমরা তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। প্রতিবারের মতই এই কর্মসূচিতে শ্রমিকরা অংশ নিয়েছেন। তাজরিন অগ্নিকাণ্ডের নবম বছরে এসেও আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছি। আজকের এই দিনে আমরা আবারো ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ মালিক দেলোয়ারের বিচার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘এই দিনটিতে প্রতিবারই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করে থাকি। আজ গাজীপুর ও নিশ্চিন্তপুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে।’

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে আগুন লাগে। ওই ঘটনায় মারা যান ১১৪ জন শ্রমিক। আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক। ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও নিশ্চিন্তপুরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানবেতরভাবে জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top