বিশেষ প্রতিনিধিঃ (রতন হোসেন মোতালেব) কাজে অসন্তোষ দেখিয়ে আশুলিয়ার একটি পোশাক কারখানার সামনে তালিকা টাঙিয়ে ১৮৯ জন শ্রমিককে ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে ফেলে চাকুরি হতে অব্যহতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যাশন ফোরাম কারখানার সামনে গিয়ে ১৮৯ জন শ্রমিকের নামসহ ছাঁটাইয়ের নোটিশ দেখা গেছে। নোটিশে বলা হয়েছে, বিগত দিনগুলো তালিকা অনুযায়ী শ্রমিক ও স্টাফদের কার্যক্রম কারখানা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক প্রতিয়মান হয়নি। তাই কর্তৃপক্ষ তাদের চাকরী স্থায়ী না করার সিদ্ধান্ত নিয়েছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। আগামী ১৫ এপ্রিল কারখানায় এসে অব্যাহতি প্রাপ্ত শ্রমিকদের যাবতীয় পাওনাদী হিসাব বিভাগ হতে গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। এদিকে অব্যহতি নোটিশের পাশেই কারখানা বন্ধের নোটিশ দেখা গেছে। সেখানে বলা হয়েছে, করোনার কারণে বিদেশি ক্রেতাগন ক্রয়াদেশ বাতিল করেছে। বর্তমানে কারখানায় কাজ না থাকায় গত ১ এপ্রিল হতে আগামী ১৪ এপ্রিল কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কারখানা বন্ধকালীন সময় শ্রমিকদের হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কামরান বলেন, গত ২৬ মার্চের পরের থেকে কারখানাটি বন্ধ। আগামীকাল শনিবার (০৪ এপ্রিল) কারখানা খোলার কথা থাকলে আবার বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি অতন্ত দুঃখজনক। ছাঁটাই হওয়া বেশির ভাগ শ্রমিকই জানে না যে তাদের ছাঁটাই করা হয়েছে। কারখানা বন্ধকালীন সময় তো শ্রমিকরা ছাঁটাই হতে পারে না। বর্তমান সরকার তো শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মালিকদের প্রণোদনা দিচ্ছেন। এ ধরনের মালিকদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ব্যপারে জানতে চাইলে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস সাকুর বলেন, যাদের আইন অনুযায়ী চাকরিতে স্থায়ী এখনো হয়নি। কিন্তু তারা সন্তোষজনক কাজ করছে না। তাদেরকে ছাঁটাই করা হয়েছে। যাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা সকল পাওনাদী কারখানা এসে নিয়ে যাবে।
Facebook Comments