প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 317 জননিজস্ব (প্রতিনিধি) মোঃ আল আমিন সরকার
রাজধানী তুরাগে বিভিন্ন এলাকায় গভীর রাতে ডাকাত প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়েছে। স্থানীয় কামারপাড়া সহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাত ৩টার পর থেকে তুরাগে বিভিন্ন এলাকার মসজিদ থেকে ডাকাত এসেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্কবার্তা প্রচার করা হয়।এ সময় মানুষ ঘর ছেড়ে রাস্তায় অবস্থান করে।
জানা যায়, ডাকাতদের প্রতিরোধ করতে কামারপাড়া, ভাটুলিয়া, রাজাবাড়ী,নয়ানীচালা,ধউর,নয়ানগর। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন বাসিন্দারা। অনেকে রাস্তায় বেরিয়ে পাহারা দিচ্ছেন।
এসব এলাকার একাধিক মসজিদের মাইক থেকে ডাকাত এসেছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।ফলে জানমাল রক্ষায় নগরবাসী দলবেঁধে রাস্তায় রাস্তায় পাহারার দায়িত্ব পালন করে।
কামারপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, টুঙ্গি এলাকায় তিনজন ডাকাত আটক হয়েছে। রাব্বি নামে একজন তার মুঠোফোনে আটককৃত তিন জন ডাকাত আটক হয়েছে বলে জানিয়েছেন।
রহিম খান নামে একজন বলেন, ডাকাত আতঙ্কে সারারাত রাস্তায় ছিলাম।আমাদের মহল্লায় সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাতদের প্রতিহত করতে।
এদিকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে তুরাগবাসীর। সবার মধ্যেই বিরাজ করছে আতঙ্ক ও উৎকন্ঠা।
একই অবস্থা ছিল তুরাগের ডিয়াবাড়ী এলাকার মানুষের, ডাকাতের ভয়ে ভোররাত পর্যন্ত নিজের বাড়ি পাহারা দিয়েছে।
Facebook Comments