সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে পলাতক
বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকাল থেকে এখন পর্যন্ত আশুলিয়ার হলি ক্রিসেন্ট স্কুল রোড এলাকায় অবস্থিত ‘স্মার্ট নীটওয়্যারস লিমিটেড’ কারখানার প্রায় ১৯০ জন শ্রমিক এ কর্মসূচি পালন করছেন। শ্রমিকরা জানায়, গত দুই মাসের বেতন না দিয়ে কারখানার মালিক পলাতক রয়েছে।কারখানাটির শ্রমিক অপারেটর রুনা আক্তার বলেন, দুই মাসের বেতন নেই। বাড়ির মালিক আমাদের নানা কথা বলছে, বাসায় থাকতে পারছি না। দোকানে খরচের টাকা বাকি। আমরা বেতন না পেলে বাসায় থাকতে পারবো না। তাই বেতন না পাওয়া পর্যন্ত কারখানার সামনে থেকে যাবো না। আমরা কাজ করতে চাই, কারখানার মালিক আমাদের বেতন দিয়ে আবার কারখানা চালু করুক।এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি আল কামরান বলেন, আমরা কারখানাটির বিষয়ে বিজিএমই-বিকেএমই সহ কলকারখানা অধিদপ্তরের জানিয়েছি। আমি প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে এতগুলো শ্রমিকের বেতন দেওয়া হচ্ছে না যেন তারা মালিককে বের করে অন্তত শ্রমিকের বেতন গুলো দেওয়ার ব্যবস্থা করে দেয়।
Facebook Comments