সৈয়দ সাজন আহমেদ রাজু :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। এ সময় দোকানপাট ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে।
গত বুধবার (০৩ এপ্রিল) রাতে উপজেলার নরিল্যা বাজারের ভাবির মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানর হারুনার রশীদ হীরা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ গ্রæপের মধে সংঘর্ষটি হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (০২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নরিল্যা বাজার (ভাবীর মোড়ে) গণসংযোগ করতে আসে ওই দুই গ্রæপের নেতাকর্মী ও সমর্থকরা। এসময় দুই গ্রুপেরই মোশারফ নামে দুই কর্মীর সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। রাতেই সবুজ তালুকদারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।
এর জেরে বুধবার রাতে নরিল্যা বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে হীরা গ্রুপের ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক উজ্জল, ছানোয়ার হোসেন সানা ও মজিদ ঠাকুর এবং সবুজ তালুকদার গ্রুপের দোকান মালিক ইয়াছিন, ইয়াছিনের ছেলে আল আমিনসহ দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়।
আশংকাজনক অবস্থায় হীরা গ্রুপের সানা ও উজ্জল এবং সবুজ গ্রুপের ইয়াছিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ অভিযোগ করে বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় নরিল্যা ভাবির মোড়ে মত বিনিময়সভায় চেয়ারম্যান হীরা’র পক্ষের মোশার, চানু, ছানোয়ার গংরা সভাস্থল ত্যাগের হুমকি দেয়। আমার কর্মী মোশারফকে বেধড়ক মারপিট করে। রাতেই ধনবাড়ী থানায় অভিযোগ দিয়েছি। এই জেরে পরদিন নরিল্যা গ্রামের আরফানবাড়ী মোড়ের ইয়াছিনের দোকানে মিছিল নিয়ে হীরা’র লোকজন হামলা চালিয়ে নগদ অর্থসহ মালামাল লুট করে। ওরা বাঁধা দিলে ইয়াছিন ও তার ছেলে আল আমিনকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।’
উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা বলেন, ‘শুনেছি আগের দিন সামান্য ঘটনা ঘটেছে। পরের দিন বুধবার রাতে ওই বাজারের ক্লাবে ছোট ভাই প্রকৌশলী দেলোয়ারসহ সমর্থকরা অবস্থান করছিল। হঠাৎ মিছিল করে সবুজ তালুকদারের লোকজন ওদের উপর আক্রমণ করে। এতে আমার ৪/৫জন কর্মী আহত হয়।’
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, ‘মঙ্গলবারের অভিযোগ আইনী প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
Facebook Comments