প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২৪, ০৭:০৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 643 জনসৈয়দ সাজন আহমেদ রাজু :
টাঙ্গাইলের ধনবাড়ীতে পাঁচ সিআর মামলার সাঁজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী-থানা পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ধনবাড়ী-থানা বিশেষ অভিযান চালায়।
এ সময় তাকে গাজীপুরে সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জাহিদুল ইসলাম আকবর (৫০) ধনবাড়ী উপজেলার জমশেরপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
ধনবাড়ী থানার (ওসি) তদন্ত মো. ইদ্রিস আলী জানান, ‘গ্রেপ্তারকৃত জাহিদুল পাঁচ সিআর মামলার দুই বছর পাঁচ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল।
সে গাজীপুরে সদর থানা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী-থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ধনবাড়ী-থানার উপ-পরিদর্শক (এস আই) জসীম, এ এস আই আবুল কালাম ও এ এস আই জাহিদ। পরে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও, আদালত চেক প্রতারণার মামলার বিপরীতে ৩১ লক্ষ ৭২ হাজার ৩১৫ টাকা অর্থদণ্ড প্রদান করেন জাহিদুলকে।’ তিনি আরও জানান, ‘গ্রেপ্তারের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
Facebook Comments