প্রত্যয় বিশ্বাস: ধর্ষকদের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ রাজপথে মা-বোনের সম্ভম রক্ষা করতে অঙ্গিকার বদ্ধ। তখন করোনার মহামারীর মাঝে নিজের জীবনের কথা না ভেবে ৮ অক্টোবর মিরপুর ১০ নম্বরে ধর্ষণ বিরোধী আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সাথে মিলিত হন ঢাকা কমার্স কলেজের তরুণ শিক্ষক মো. নাজমুল হক। তিনি ছাত্রদের কে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন ধর্ষকদের স্থান হতে পারে না৷ আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। এই ধর্ষকদের কোন দল নেই, ধর্ম নেই। তারা এইদেশের শত্রু। ধর্ষকদের বিরুদ্ধে সবাই কে সোচ্চার হতে হবে। শিক্ষক হিসেবে তিনি বলেন, আমাদের সকল শিক্ষকদের উচিত ছাত্রদের মাঝে নৈতিক গুণাবলী জাগ্রত করা। মো. নাজমুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন সাবেক ছাত্রনেতা। তিনি প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক এবং জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় থেকে (NST) ফেলোশিফসহ স্নাতকোত্তর ডিগ্রি (১ম শ্রেণি ২য়, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি শাখা ) সম্পূর্ণ করেন। এছাড়া তিনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্স এসোসিয়েশন অব ঢাকা (ডুসাড)এর সহ- সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাবের মডারেটর হিসেবেও কাজ করে যাচ্ছেন। আজ জাতি গঠনে প্রকৃত দেশপ্রেমিক ও সৎ শিক্ষকের প্রয়োজন। যিনি শিক্ষার্থীদের কে নৈতিক শিক্ষায় জাগ্রত মানুষ গড়ে তুলতে পারবে। আজ যদি সকল শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তকের বাহিরে নৈতিক মূল্যবোধ শেখাতো তাহলে আমাদের দেশে কোন ধর্ষক জন্ম নিতো না৷
Facebook Comments