রতন হোসেন মোতালেব: গার্মেন্টস শ্রমিকসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ হত্যা নির্যাতন রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ধর্ষণের প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের যুব নারী শ্রমিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ০৯ অক্টোবর ) বিকালে সাভারের মজিদপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয।সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারী নেত্রী সুমাইয়া ইসলাম, এসময় বক্তব্য রাখে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন, পারভীন আক্তার,রুবিনা আহমেদ, ইসমাইল হোসেন ঠান্ডু, জহিরুল ইসলাম, কামরুজ্জামান, দেলোয়ার হোসেন, শিল্পী আক্তার,শফিউল আলম, মোস্তফা কামাল, ইয়াসমিন ইসলামসহ সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, পোশাক শ্রমিক গণধর্ষণসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ নির্যাতন, হত্যা বেড়েই চলছে তাই দেশব্যাপী নারী জাগরণ সৃষ্টির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের নারী শ্রমিকদের নিয়ে একটি যুব নারী শ্রমিক পরিষদ সুমাইয়া ইসলাম আহব্বায়ক ও জিয়াসমিন আক্তার জুইকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ১৩ নভেম্বর শুক্রবার বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কাউন্সিল উপলক্ষে সাধারন সভা ঘোষনা করা হয়।
Facebook Comments