মেহেদী হাসান (মাসুম)শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ও পাটকল খোলার দাবীতে এক মানব বন্ধন করে । ২ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সারাদেশে দাবী দিবসের দলীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা কমিটির আয়োজনে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সন্মুখে মানববন্ধ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া শুলতানা , ঢাকা মহানগর কমিটির নেতা সাংবাদিক হুমায়ন মজিব । অন্যানদের মাঝে বক্তব্য রাখেন খেতমুজুর নেতা আলমাস আলী, হেলাল উদ্দিন ও সোহাগ মিয়া । আমন্ত্রিত অতিথি হিসেবে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ১৪ দলের অন্যতম শরীক দল জাসদের শেরপুর জেলা শাখার নকলা নালিতাবাড়ীর সমন্বয়ক ও নালিতাবাড়ী উজেলার জাসদের সভাপতি লাল মোঃ শাহজাহান কিবরিয়া ,অর্থ বিষয়ক সম্পাদক মুন্সী মোস্তফা মিয়া ও শহর জাসদের সাধারণ সম্পাদক মোঃ আজিনুর রহমান। বক্তারা বলেন- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত হতে যাচ্ছে । বাংলাদেশ করোনা কালীন সংকট অতন্ত্য দক্ষতার সাথে পার করছে । কিন্ত; পাট কল বন্ধ রাখার কারনে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে । বকেয়া বেতন না পেয়ে শ্রমিক পরিবার গুলো পথে বসে যাচ্ছে। মানব বন্ধনে পাটকল খুলে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আরও আধুনিকীকরন ও শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবী জানান ।
Facebook Comments