মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে,একমাস সিয়াম সাধনের পর মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র ঈদুল ফিতরের মেহেরপুরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর ঈদগা মাঠে সকাল ৮ টায়, সকাল ৮ টা ১৫ মিনিটে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে,
এছাড়া সকাল ৭-৩০ মিনটে মেহেরপুর সদর থানা জামে মসজিদে, সকাল ৮-৪৫ মিনিট মেহেরপুর পৌর ঈদগা মাঠে মহিলাদের জামাত, সকাল সাড়ে ৭ টায় মেহেরপুর জেলা মডেল মসজিদে, কোট মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে,
মেহেরপুর সদর উপজেলা হিজুলী মডেল ঈদগাহে ৭-৩০মিনিটে জামাত অনুষ্ঠিত হবে,মেহেরপুর জেলার অন্যান্য ঈদগা ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান জমাতের সাথে সমন্বয় করে কর্মসূচি নির্ধারণ করবেন।
এদিকে মেহেরপুর প্রধান জামাত এবং দ্বিতীয় প্রধান জামাত সহ জেলার সকল ঈদগা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ঈদগা মাঠগুলোকে কাতারের জন্য চুন টানা এবং ঈদগা মাঠের চতুপার্শে বর্নিল পতাকা দিয়ে সাজানো হয়েছে।
Facebook Comments