প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৭, ২০২০, ০৮:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 614 জনআল আমিন বিন আমজাদ:দিনাজপুরের ফুলবাড়ীতে ঘাটপাড়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের পিছনে ছোট যমুনা নদীর তীরে সরকারি খাসজমিতে ঘর নির্মাণ করে থাকা ভূমিহীন অসহায় মানুষ গুলো এখন ঘর হারা হয়ে পড়েছে। টানা এক সপ্তাহ বৃষ্টির কারণে ধিরে ধিরে বাড়তে থাকে ফুলবাড়ী ছোট যমুনা নদীর পানি । পানি বেড়ে যাওয়ায় নদীর তীরে সরকারি খাসজমিতে গড়ে উঠা প্রায় ৪০ টি পরিবার ২৬ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে এ এলাকায় অবস্থিত কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ছুটে আসেন মাথা গুজার ঠাঁই খুঁজতে।তারা গভীর রাতে স্কুলে আসেন বিদ্যালয়ের নৈশ প্রহরী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান কে অবগত করলে তিনি সঙ্গে সঙ্গে অসহায় ঐ মানুষদের বিদ্যালয়ে আশ্রয় দেওয়ার নির্দেশ দেন। ২৭ সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে সেখানে দেখা যায় ৪০ পরিবারের ছোট বড় প্রয় শতাধিক মানুষ সেখানে অবস্থান নিয়েছেন।এই পরিবার গুলোর বেশির ভাগ মানুষ হত দরিদ্র।কেই রিক্সা চালক,কেউ ভ্যন চালক,কেউবা আবার বাদাম বুট বিক্রেতা। ভূমীহিন এই মানুষ গুলোর নিজেস্ব জায়গা না থাকায় নদীর তীরে সরকারি খাসজমিতে কোন রকম ছোট ছোট ঘর নির্মাণ করে বসবাস করছেন তারা। কিন্তু টানা বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় সেই ঘরেও থাকতে পারছেন তারা। বেলাল হোসেন নামে স্থানীয় এক বৃদ্ধ জানান এই মানুষ গুলো খুব অসহায় দিন যাপন করেন তাদের নিজস্ব কোন জায়গা জমি না থাকায় নদীর তীরে সরকারি খাসজমিতে ঘর নির্মাণ করে বসবাস করছেন তার উপর আবার এই মসিবত এখন এখানে ৪০ টি পরিবার আশ্রুয় নিয়েছে নদীর পানি বেড়ে যাওয়ায় প্রায় আরো ৪০ কি পরিবার এখানে আশ্রুয় নেওয়ার জন্য তাদের মাল ছমানা গুছিয়ে নিয়েছে আমি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানাচ্ছি এই সব অসহায় মানুষের পাশে একটু দাড়ান। এবিষয়ে শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এবিষয়টি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল আলম সুমন কে জানানো হয়েছে তিনি তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। মুঠোফোনে এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল আলম সুমন জানান আমি বিষয়টি শুনেছি সরেজমিনে গিয়ে তাদের খোঁজ খবর নিবো এবং যথাসাধ্য তাদের সহযোগিতা করবো।
Facebook Comments