প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২০, ০১:১৫ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 731 জনআল আমিন বিন আমজাদ: মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় দেড় শতাধিক বন্যার্ত ও দুস্থের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর খোলাহাটি ক্যান্টনমেন্ট ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি এর ক্যাপ্টেন তানজিম রহমানের নেতৃত্বে বন্যার্ত ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক ও কর্পোরাল মিনহাজ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু,জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু,তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ,দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন,সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ সাংবাদিক।এসময় ক্যাপ্টেন তানজিম বলেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে ভবিষ্যতেও করবে।আমরা চাই অসহায় অবহেলিত মানুষেরা ভালো থাক তাদের মুখে হাসি ফুটুক। ঈদ হোক সবার জন্য আনন্দ ময়।
Facebook Comments