প্রকাশিত সময় : মে, ২৮, ২০২০, ০৬:৪৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 793 জনআল আমিন বিন আমজাদ (ফুলবাড়ী প্রতিনিধি) মহামারি করোনার প্রাদুর্ভাবে অসহায় ও কর্মহীন মানুষের জীবন যাত্রা থমকে গেছে। অসহায় মানুষের এই থমকে যাওয়া জীবন যাত্রাকে একটু তরান্বিত করতে সরকারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অগ্রনী ভূমিকা পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায়, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং তথা ৩৬ বীরের কমান্ডিং অফিসারের আদেশ ক্রমে ক্যাপ্টেন মোঃ তাওহীদ বিন শফির নেতৃত্বে একটি টিম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় খুঁজে-খুঁজে প্রকৃত অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি-বড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন।২৮মে সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তারা ঘুরে-ঘুরে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতনতার পাশাপাশি সামাজিক দূরুত্ব নিশ্চিত করনেও কাজ করছেন। এসময় কথা হয় টিম লিডার ক্যাপ্টেন মোঃ তাওহীদ বিন শফির সাথে। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনায় দেশের এই পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাবে। আমরা জেনারেল অফিসার কমান্ডিং এর আদেশক্রমে সরকারি খাদ্য সামগ্রী প্রকৃত অসহায়দের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের এই কার্যক্রম জারি থাকবে।
Facebook Comments