প্রকাশিত সময় : জুন, ৬, ২০২০, ০৪:১১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 727 জনআল আমিন বিন আমজাদ (ফুলবাড়ী প্রতিনিধি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বুজরুক শমশেরনগর গ্রামের মোঃ আফজাল সরকারের ছেলে রতন সরকার বন্ধক নিয়ে ২৫ শতক জমিতে মৌসুমী পটল,শসা ও মরিচ চাষাবাদ করেছিল। পূর্ব শত্রুতার জেরে তারই আপন বড়ো ভাই রবিউল লোকজন নিয়ে সেই জমিতে আবাদ করা সবজি ও মাঁচা ভেঙ্গে নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করে। এই ঘটনায় রতন সরকার বাদী হয়ে তার বড় ভাই রবিউল সরকার (৪০), মোঃ আহাদ আলী(৪৫), মোঃ হারিজ(৩৫) কে আসামী করে গত ৪ জুন ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন । এবিষয়ে রতন সরকার জানান,আমার ভাই রফিকুল সরকার এই জাগয়া আমার বাবার কাছ থেকে ক্রয় করেছে।পরে আমি তার কাছ থেকে বন্ধক নিয়ে পটল,শসা,ও মরিচ চাষাবাদ করেছিলাম। কিন্তু আমার বড়ো ভাই রবিউল পূর্ব শত্রুতার জের ধরে হিংসাত্মকভাবে আমার চাষাবাদকৃত ফসল নষ্ট করে দিয়েছে। তাতে আমার প্রায় ৮০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এদিকে মোঃ রবিউল সরকার তার বাবার ৩০ শতক জমিতে লাগানো শসা ক্ষেতও নষ্ট করে দিয়েছে।সব মিলিয়ে মোট ৫৫ শতক জমির চাষাবাদকৃত মৌসুমী ফসল নষ্ট করে দিয়েছে এই রবিউল সরকার। রবিউলের বাবা আফজাল সরকার জানান, আমি আমার প্রত্যেক সন্তানকে তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দিয়েছি।কিন্তু আমার এই কুলাঙ্গার সন্তান রবিউল জোর পূর্বক আমার বাঁকি জমিও দখল করতে চায়। আমি তাকে জমি দিতে অস্বীকার করায় সে আমার তৃতীয় সন্তান রতনের চাষাবাদকৃত ফসল সহ আমার ফসল নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
Facebook Comments