আল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ীতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ফুটবলের এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ঐতিহ্যবাহী ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে একাডেমীর উদ্বোধন করা হয়েছে। একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ’র সঞ্চালনায়, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে একাডেমীর উদ্বোধন ঘোষণা করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাত বারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। ভিডিও বার্তায় তিনি যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি খেলোয়াড়দের একত্রিত করে যুব সমাজকে মাদক মুক্ত করতে অত্র একাডেমির পরিচালক মোঃ তারিকুজ্জামান শুভ’র কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার ভূয়সী প্রশংসাও করেন। উদ্বোধন ঘোষনার পর কেক কেটে একাডেমীর খেলোয়াড়দের নিয়ে এক আনন্দ ঘন মুহুর্ত উদযাপন শেষে বাছাই কৃত খেলোয়াড়দের সনদ ও আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ হারুন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এক সময়ের তুখোড় ছাত্র নেতা সৈয়দ মেহেদী হাসান রুবেল, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাছিম মাহামুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীবৃন্দ। একাডেমীর পরিচালক মোঃ তারিকুজ্জামান শুভ জানান, আমার বাবা সাবেক ফুটবলার শহিদুজ্জামান বাবু’র দীর্ঘ প্রচেষ্টা ও পরামর্শে ফুলবাড়ী- বিরামপুর- নবাবগঞ্জ- পার্বতীপুর উপজেলার মোট ১৮২ জন বিভিন্ন বয়সী খেলোয়ার নিয়ে এ একাডেমীর আত্মপ্রকাশ ঘটলো। আশা করি এই একাডেমীর মাধ্যমে যোগ্য খেলোয়াড় তৈরি হবে এবং ফুটবলের হারানো গৌরব ফিরে আসবে। তিনি এই একাডেমীকে এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিপুল সংখ্যক যুবককে মাদক থেকে মুক্ত রাখতে এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ফুটবলের উন্নয়নে এ একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।
Facebook Comments