আল আমিন বিন আমজাদ:দিনাজপুরের ফুলবাড়ীতে র্যাব-১৩ অভিযানে চালিয়ে চার কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মিন্টু হোসেন (২৯) রুবেল ইসলাম (২৫) কে আটক করেছে। শনিবার বিকালে ৩ টায় উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলেন, কাজীহাল ইউনিয়নের মুরারীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মিন্টু হোসেন এবং একই গ্রামের সমুর উদ্দিনের ছেলে রুবেল ইসলাম। থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৩ টায় উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী গ্রামে অবস্থান নেয় র্যাব-১৩ এর সদস্যরা। সন্দেহ হওয়ায় ওই দুই যুবককে আটক করে তল্লাসি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে। আটক কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে। রবিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে চার কেজি গাঁজা,একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল তিনটি মোবাইল ফোন ও নগদ ৮০০ টাকাসহ ওই দুই যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। পরে র্যাব-১৩ এর ডিএডি তাপস কুমার বাদি হয়ে মামলা রুজু করেন।
Facebook Comments