আল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামে ১টি ট্রান্সমিটার বিকল হওয়ায় ৩দিন যাবৎ বিদ্যুৎ বিহীন মানবেতর জীবন যাপন করছে ৩ গ্রামের ১ হাজার পরিবার। এতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরাসহ চরম বিপদে আছে শিশু ও বয়স্করা। পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোন। ভুক্তভোগী এলাকাবাসী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল জানান,গত ১১ সেপ্টেম্বর থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নাই । আমরা অমানবিক জীবন যাপন করছি। ফ্রিজে রাখা সব খাবার নষ্ট হয়ে গেছে। বর্তমান প্রচন্ড গরম চলছে এমন অবস্থায় ছোট বাচ্চা নিয়ে অনেক বিপদে পড়েছি। ভুক্তভোগী সিরাজুল ইসলাম রিপন জানান, আমার মা অত্যান্ত অসুস্থ্য হার্ডের রুগী দির্ঘদিন যাবৎ বিছানায় শায়িত এমন অবস্থায় বিদ্যুৎ না থাকায় সর্বচ্চ বিপদে পড়েছি আমি। হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার অনুরোধ করছি। সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎতের কারনে গ্রামে থাকা চালকল,খড়কাটা মিলসহ বন্ধ রয়েছে ইলেকট্রনিক সকল যন্ত্রপাতি। তিব্র গরম থেকে বাঁচতে অভিভাবগরা তারে শিশুদের বাড়ীর বাহিরে নিয়ে হাটাচলা করছে। এ বিষয়ে ফুলবাড়ী বিদ্যুৎ অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান বলেন, গত কয়েকদিন আগে বর্জ্রপাতে আমাদের পৌর এলাকার তেতুলিয়া,খিয়ারপাড়া,তেতুলিয়াড়া,বারোকোন গ্রামের বিদ্যুৎতের ট্রান্সমিটার বিকল হয়ে যায়। আমরা নিজস্ব ভাবে তেতুলিয়া,খিয়ারপাড়া,দঃ সাহাবাজপুর,তেতুলিয়াড়া চালু করতে সক্ষম হই কিন্তু বারোকোনার ট্রান্সমিটার খুব বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় তা মেরামত করতে দেরি হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ট্রান্সমিটারটি সচল করে বিদ্যুৎ সরবরাহ করার। এদিকে ট্রান্সমিটার মেরামত করতে ও পরিবর্তন করতে হবে বলে কিছু অসাধু ব্যাক্তিরা ভুক্তভোগী কিছু পরিবারের কাছ থেকে টাকা সংগ্রহ করছে বলে শোনা যায়।
Facebook Comments