প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৭, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 74 জন
বি. এম. আশিক হাসান : টঙ্গী আউচপাড়ায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) সকালে আউচপাড়া বেপারিবাড়ীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিশ্বে এমন আর কোনো একটি দেশ পাওয়া যাবে না, যেদেশে দুর্নীতির দায়ে গোটা পার্লামেন্টের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছেন। দুঃখের বিষয় হলো শেখ হাসিনা দলের সাধারণ নেতাকর্মীদের রেখে সংসদ সদস্যদের নিয়ে পালিয়েছেন। যা একটা দলের জন্য লজ্জাজনক।
রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা বলেন, বিজয় অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বসে নেই, দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সোমবার দুপুরে বিজয় দিবসের র্যালি শেষে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির আহমেদ, আব্দুর রহিম খান কালা, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, যুবদল নেতা সেলিম কাজল, রাতুল ভূইয়া, রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারি। অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম, আতাউর রহমান আতিক, রহুল আমিন, কেয়া শারমিন, সাইফুল আক্তার, আব্দুস সাত্তার, হাসান লস্কর, নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আউচপাড়া বেপারিবাড়ীতে হাড়িভাঙ্গা, টেনিস বল নিক্ষেপসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments