প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২০, ০৬:০৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 795 জনসাভার প্রতিনিধি: সাভারের তেঁতুলঝোড়ার রাজফুলবাড়ীয়া থেকে তেঁতুলঝোড়া বাজার সড়কে হালকা বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাটি। এই সড়কের আশেপাশে রয়েছে কয়েকটি বড় পোশাক শিল্পকারখানা। এর মধ্যে একেএইচ ডাইয়িং এ্যান্ড নিটিং, ডার্ড গ্রুপের দুটি শিল্পকারখানা সহ আরো কয়েকটি ছোট কারখানা। বৃষ্টির পানি আর ডার্ড গার্মেন্টসের ওয়াশিং প্লানের পানি ড্রেন উপচে রাস্তা তলিয়ে দিলে চরম দূর্ভোগে পড়ে এ অঞ্চলের স্থানীয় বাসীন্দারা সহ লক্ষাধিক পোশাক শ্রমিকরা। পানিতে রাস্তা ডুবে যাওয়ায় ছোট বড় যানবাহনগুলো প্রায়শই খালখন্দে পড়ে ঘটছে দূর্ঘটনাও। ডার্ড গার্মেন্টসের ওয়াশিং কারখানার বিষাক্ত পানি শরীরে লেগে পোশাক শ্রমিকরা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর থেকে পরিত্রানের জন্য ও দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন পোশাক শ্রমিক সহ অত্র এলাকার মানুষ।
Facebook Comments