প্রকাশিত সময় : নভেম্বর, ২৩, ২০২০, ১২:২২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 658 জনব্রাহ্মণবাড়িয়ায় ফজরের নামাজ পড়ার সময় ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত মাওলানা সুলায়মান নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের বাসিন্দা। তিনি ৩৫ বছর ধরে মদিনা মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।
মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান মাওলানা সুলায়মান। পরে মুসল্লীদের সঙ্গে ফরজ নামাজ আদায় করা অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সোমবার বাদ জোহর শহরের টেংকেরপাড়ে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদরাসা প্রাঙ্গণে মাওলানা সুলায়মানকে দাফন করা হবে।
Facebook Comments