প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 338 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাংগাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী এরই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
শনিবার (১৬ মার্চ) বিকেলে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন আলম সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ সহ প্রায় তিন সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Facebook Comments