প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 421 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ বেঙ্গাইকুড়ি গোরস্থান থেকে ৫টি কবর থেকে কংকাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে কবর খুঁড়ে ৫টি কবর থেকে কংকাল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, ফজরের নামাজ আদায় করে কবর জিয়ারত করতে গিয়ে কতিপয় লোকজন দেখতে পায়, পাশের ২টি কবরের মাটি সরানো। এরপর দেখা যায় একটি নয়, দুটি নয় ৫টি কবর খুঁড়ে কবর থেকে কংকাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, কবর স্থানে স্থাপন করা বিদ্যুতের লাইট ভেঙে এ চোরচক্রটি কবর থেকে কংকাল চুরি করে। কবর থেকে কংকাল চুরির ঘটনায় বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ তাদের আপনজনের কবর দেখতে ভীড় জমাচ্ছেন।
এ কংকাল চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
Facebook Comments