প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৪, ০৫:০৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 591 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (১৯) ও শাহীন (১৮)নামে দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাম্মণবাড়ী স্কুল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে । আহত শাহীন মধুপুর উপজেলার ব্রাম্মণবাড়ী গ্রামের মন্টু মিয়ার ছেলে। অপরজন ভবানীটেকী গ্রামের সিরাজ আলীর ছেলে শাহীন।
প্রত্যক্ষদর্শী জাহিদ আল হাসান জানান, মেহেদী তার ফুফাতো ভাই শাহীনকে সাথে নিয়ে মির্জাবাড়ি যাওয়ার পথে ব্রাম্মণবাড়ী স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটায় কবলিত হয়। প্রত্যক্ষদর্শিরা জানান তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রেইস খেলতে খেলতে আসছিল হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ভ্যান রিক্সার সাথে সংঘর্ষ হলে তারা মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ধুমরে মুচরে গেছে।
Facebook Comments