প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 711 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পিক-আপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা নিহত ও ৬বছরের ছেলে গুরুতর আহত। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান কাইতকাই গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী ছাহেরা(৩৫) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ছাহেরা তার বাপেরবাড়ি ধনবাড়ী হতে স্বামীর বাড়ী কাইতকাই আসার পথে কাইতকাই সামাজিক বনায়ন নার্সারির নিকট আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে আহত ছাহেরা মারা যান বলে তার পারিবারিক সুত্রে জানা যায়। পুলিশ পিক-আপটি আটক করে থানায় নিয়ে যায়।
Facebook Comments