জীবন মাহমুদ শক্তি:
টাঙ্গাইলের মধুপুর ধরাটি ডিএন প্রাথমিক বিদ্যালয় এবং ধরাটি অল সেন্টস জুনিয়র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত ১৯৩২ সালে, প্রতিষ্ঠানটি ধরাটির সর্ব সাধুর গির্জার পাশে এই আদিবাসী বিদ্যালয়টি সরকারি সাহায্য সহানুভূতি হতে বঞ্চিত।
অবকাঠামোগত ভাবে এতটাই দুর্বল সেই আমলের টিনের ঘরেই কোমলমতি শিশুদের পাঠদান দেওয়া হয়। বিদ্যালয়টিতে প্রয়োজনের তুলনায় আসবান পত্র অপ্রতুল্য। বিদ্যালয়টি সুশীল সমাজের সাহায্যের উপর চলে। এটি একটি মানবতার বিষয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৮ জন। নিরলস ভাবেই তারা কোমলমতি শিশুদের পাঠদান দিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস্টার চন্দন চিরান আক্ষেপ করে বলেন আমরা কষ্টের সহিত কোমলমতি শিশুদের পড়ালেখা নিরলস ভাবে দিয়ে যাচ্ছি। সরকারি সহযোগিতা পেলে এ আদিবাসী জনপদের মানুষের ভাগ্য বদলে যাবে।
তাই সরকারের কাছে জোর দাবি জানাই এ বিদ্যালয়টি সরকারি করনে জন্য। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, অধ্যক্ষ মোঃ আঃ মজিদ প্রমুখ।
Facebook Comments