প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২৪, ০৮:১৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 353 জনমোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনকরা হচ্ছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ মঙ্গলবার ২৬শে মার্চ সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। প্রথমে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ পুষ্প মাল অর্পণ করেন,এসময় উপস্থিত ছিলের জেলা বিএনপির সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি (ভুট্টো),মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরজুল্লা মাষ্টার বাবলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ শিল্টু খান, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম দুখু, জেলা ছাত্র দলের সভাপতি আঁকিত জাবেদ সেনজির, আরো বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Facebook Comments