প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২০, ০৯:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 709 জনমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর ও নগ্ন করে ভিডিও ধারণ করেছে স্থানীয় কয়েকজন কিশোর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার (২১ মার্চ) বিষয়টি জানতে পারেন সাংবাদিকরা।
নির্যাতনের শিকার হওয়া ওই কিশোর মোহাম্মদিয়া প্রি-ক্যাডেট ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
ওই স্কুলছাত্র জানায়, গত বুধবার আড়ালিয়া গ্রামে নিজবাড়ির পাশে একটি দোকানে বসে ছিল সে। কয়েকজন কিশোর দোকানদারের সঙ্গে অশোভন আচরণ করলে সে তার প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নগ্ন করে ভিডিও ধারণ করে অভিযুক্ত কিশোররা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় লোকলজ্জায় বাড়ি থেকে বের হচ্ছে না সে।
অভিযুক্ত কিশোররা প্রভাবশালীদের সন্তান, এ কথা জানিয়ে ওই স্কুলছাত্রের বাবা আহসান উল্লাহ বলেন, ছেলেকে নির্যাতনের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ জানিয়েছি।
এদিকে, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে শনিবার দুপুরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়িতে যায় গজারিয়া থানা পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন তারা।
গজারিয়া থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেছেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ওই ছেলের বাবাকে গজারিয়া থানায় লিখিত অভিযোগ জানাতে বলেছি।’সূত্র:রাইজিংবিডি ডট কম
Facebook Comments