প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২০, ০৬:৫০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 236 জনমোঃ সাব্বির হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- মুরগি বিক্রি কোরে ভালই চলছে সংসার এক ছেলে মাস্টার্স পাশ করেছে,আরো দুই ছেলে পড়ালেখা কোরছে সিরাজগঞ্জে উল্লাপাড়া তেতুলিয়া বাজারে মোঃ আঃছামাদ (৪৫) তার সাথে খোশ গল্পে জানা গেল মুরগি কেটে বিক্রি করার কারন কি তিনি বলেন এই এলাকা প্রতান্ত গ্রাম অঞ্চল এখনো আধুনিকতার ছোয়া লাগে নাই ।এখানে কৃষি নির্ভরশীল মেহনতি মানুষই বেশি, অনেকে আনাম মুরগি কেনার অবস্থা নেই তাই যার যেমন সাধ্য তেমন বিক্রি করা হয়। আধা কেজি থেকে শুরু করে উপরে যতোটুকো ইচ্ছা নিয়ে যায়। বেচা কেনাও ভাল তেতুলিয়া বাজারে অনেকেই এভাবে মুরগি কেটে বিক্রি কোরছে এতে কোরে গ্রাহকরাও সুবিধা পাচ্ছে কাটা কাটির বাড়তি ঝামেলা নাই। তিনি আরো বলেন প্রতান্ত এইলাকায় কোন ভাল মার্কেট নেই কোন কিছু কিনতে চাইলে যেতে হবে উল্লাপাড়া তা নাহলে সিরাজগঞ্জ টাউনে তবে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজেহাল তিতুলিয়া বাজার থেকে বড়হার বাজার পযর্ন্ত রাস্তা কিছু টা ভাল থাকলে অন্যদিকে তেতুলিয়া থেকে গারাবাড়ীর দিকে রাস্তাটা একদম কাচা কাদামাটি চলাফেরা করার উপযোগি নয়। তাই কর্তৃপক্ষর যদি সুনজর হয় তাহলে আমাদেন কয়েক গ্রামের মানুষর উপকা হবে।
Facebook Comments