প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 551 জনমোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর এর গাংনীতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষক ও সুপার ভাইজার দের নিয়ে রবিবার সকাল দশটার দিকে গাংনী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক বাস্তবায়িত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র মউক এর প্রতিষ্ঠাতা প্রধান ও প্রোগ্রাম হেড আসাদুজ্জামান সেলিম, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো সুরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হোসনে মোবারক, আরো বক্তব্য রাখেন প্রকল্পের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আব্দুল করিম। সভায় গাংনী উপজেলার আশি টি কেন্দ্রের শিক্ষক ও সুপার ভাইজার গন উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিটি শিখন কেন্দ্রের শিক্ষার্থী দের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Facebook Comments