প্রকাশিত সময় : নভেম্বর, ৭, ২০২০, ০৭:০৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 705 জনশাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল ৬ নভেম্বর শুক্রবার অন্তরা খাতুন (১১) নামের একটি শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত অন্তরা খাতুন উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুড়িয়া পূর্ব পাড়ার মোঃ ওয়াসিম মিয়ার মেয়ে ও স্থানীয় বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
নিহত অরার চাচা সোনা উল্লাহ মিয়া জানান, এদিন উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুড়িয়া পূর্ব পাড়া গ্রামের তার ভাই মোঃ ওয়াসিমের মেয়ে অন্তরা খাতুন পাড়ার সমবয়সী খেলার সাথীদের সাথে মন মালিন্যের জেরে সকাল ১১ টায় দাদা মোঃ আব্দুর রাজ্জাকের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলেও সে দরজা খোলেনা। পরে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে অন্তরাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্বজনেরা দরজা ভেঙে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শাহজাদপুর থানার উপপরিদর্শক মোঃ খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments