শিরোনাম
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : আগস্ট, ৩১, ২০২০, ০৮:০৭ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 343 জন
 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ীতে ট্যাংকলরি শ্রমিক নির্যাতনের প্রতিবাদে উত্তরবঙ্গ ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে আজ সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গ ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কার্যকরি সভাপতি আজিজুর রহমান গ্যাদা, সহ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, লাইন সেক্রেটারী ফেরদৌস হোসেন তারা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পোর্টের ইজারাদার সালাম বেপারী কর্তৃক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের শ্রমিক সাদ্দাম হোসেনকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিক নির্যাতনের সঠিক বিচার না দেওয়া হলে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্দ শ্রমিকরা পুলিশ ও সাংবাদিকদের উপরও হামলা করে এতে কয়েকজন সাংবাদিক ও একজন পুলিশ সদস্য আহত হয়।
এ ব্যাপারে সালাম বেপারী সাথে যোগাযোগ করা হলে- তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, সালাম বেপারির লোকজন কর্তৃক একজন শ্রমিককে মারপিটের খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। এখানে যদি কারো অভিযোগ থাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ২৯ আগষ্ট গভীর রাতে ট্রাংকলরি শ্রমিক সাদ্দাম হোসেন (৩০) কে নৌকা ভেড়ানোকে কেন্দ্র করে সালাম বেপারীর লোকজন মারপিট করে। খবর পেয়ে পুলিশের একটি দল সাদ্দামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে, পরে সাদ্দামকে শ্রমিক নেতাদের কাছে হস্তান্তর করা হয়।
Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top