শ্রমজীবীর কন্ঠ ডেস্কঃ আগামী ২০২১ বইমেলায় প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন এর দ্বিতীয় উপন্যাস “রূপ-রূপান্তর” আসছে। লেখকের প্রথম উপন্যাস দেশের স্বণামধন্য ও সুপরিচিত প্রকাশনী সাহিত্যদেশ থেকে ২০২০ গ্রন্থমেলায় প্রকাশিত হয়। রূপ-রূপান্তর উপন্যাস সম্পর্কে লেখক বলেন, মানুষের রূপ পরিবর্তনের চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছি এই উপন্যাসটিতে। মানুষের বহুরূতার চিত্রপটে অপরাধ ও দীর্ঘসূত্রতার যে অপেক্ষমানতা জীবনকে চরমভাবে ঘিরে ধরে তা স্পষ্টতর হয়েছে। অর্থের কারণে কাউকে উপেক্ষা করে জীবনের পথক্রমায় তারই দ্বারস্থ এর সূণিপূণ বর্ণনা করেছেন লেখক। তাঁর প্রদ্বীপ্তময় চিন্তার প্রকাশে সমকালীন জীবনের প্রেম ও বাস্তবতা সুন্দরভাবে উপস্থাপিত করেছেন এখানে। সাধু ভাষারীতিতে লেখনী হলেও এই সামাজিক উপন্যাসটি পাঠযোগ্যতায় সহজপাঠ্য। লেখক বলেন- আশা করি, সুবোধ পাঠকদের বইটি ভালো লাগবে। আগামী ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলায় বইটি “জাহানারা প্রকাশনী” থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।
Facebook Comments