শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরে প্রতিপক্ষের আঘাতে লেবুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনানাটি ঘটে, ১৩ সেপ্টেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামে। নিহত লেবুজা বেগম ওই গ্রামের গুলমামুদের স্ত্রী। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ওইদিন দুপুরে গুলমামুদ ও নুর ইসলাম দুই সহোদরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ সময় নুর ইসলামের ছেলে সুজন মিয়া বৃদ্ধা চাচী লেবুজা বেগমকে ধাক্কা দিলে ঘটনা স্থলে পরে তার মৃত্য হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় রুবেল (২৬) নামে একজনকে গ্রেফতার করে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
Facebook Comments