মোঃ কাওছার ইসলাম (কালকিনি) মাদারীপুর প্রতিনিধি আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস।বাঙালি জাতির শোকের দিন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী।জাতির জনককে সপরিবারে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন বঙ্গবন্ধু সহ পরিবারের মোট ২৬ জন।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা, আলাদা বাণী পেশ করেছেন।
এর-ই ধারাবাহিকতায় কালকিনি বাশগাড়ী ইউনিয়নে শোক দিবস উপলক্ষে শোক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর-৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর.আবদুস সোবহান গোলাপ এমপির পক্ষ থেকে ১৫ আগস্টের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কোরআন তেলোয়াত, বিশেষ মোনাজাত, শোক রেলি, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
Facebook Comments