প্রকাশিত সময় : জুলাই, ২৭, ২০২০, ০৮:৫১ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 797 জনপ্রাণঘাতী করোনাহীন পৃথিবীর নতুন দিনের আশা প্রত্যাশায় শ্রমিক-শ্রমজীবীসহ সর্বস্তরের জনগনকে ঈদুল আজহারের শুভেচ্ছা জানিয়েছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব। প্রাণঘাতী করোনা নামের এক অদৃশ্য শক্তিকে পরাজিত করার খুশির সাথে ঈদুল আজহারের খুশির বার্তা দেশের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এই কামনায় শ্রমিক-মেহনতিসহ সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন,আমরা শিল্পাঞ্চলে বসবাস করি। এখানে জনবসতি এতই ঘন যে করোনার ঝুঁকি নিয়েই আমরা কাজ করে চলেছি। এমনিতেই করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত হচ্ছে শ্রমিক-শ্রমজীবীসহ হাজারো মানুষ। শিল্পাঞ্চল এলাকা এর ব্যতিক্রম নয়,তাই সামাজিক দুরুত্বকে গুরুত্ব ও স্বাস্থবিধি মেনে চলার সাথে যার যার ঘরে অবস্থান করার পরামর্শ দেন তিনি। প্রাণঘাতী করোনা নিরোধক যোদ্ধা হিসেবে সামনের সারিতে থেকে ঈদুল আজহারের অগ্রীম শুভেচ্ছা স্বরূপ বিভিন্ন সহযোগীতা নিয়ে দাঁড়িয়েছেন শ্রমিক মেহনতি মানুষের পাশে। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের মহামারীর সময়ে অনেক পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই ও লে অফ করা হয়েছে এটা দুঃখজনক ঘটনা, ঈদের ছুটির শেষে কোন শ্রমিক ছাঁটাই ও লে অফ না করার জন্য পোশাক কারখানার মালিকদের প্রতি অনুরোধ জানান। এসময় তিনি, সকলের কাছে দোয়া চেয়েছেন এবং শ্রমিক-শ্রমজীবীসহ সর্বস্তরের জনগনকে করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশায় সকলকে ঈদুল আজহারের শুভেচ্ছা জানিয়েছেন
Facebook Comments