প্রকাশিত সময় : জানুয়ারি, ৩, ২০২২, ০৬:২২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 649 জনগাজীপুরের শ্রীপুরের একটি জঙ্গল থেকে পাতা দিয়ে ঢাকা অবস্থায় রাশিদা খাতুন (৪২) নামের এক নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।
নিহত রাশিদা শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এবং আব্দুল কাদের মিয়ার মেয়ে। রাশিদা স্থানীয় ইসরাক টেক্সটাইল মিল নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এসআই জানান, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের স্বামী শহিদুল ইসলাম জানান, তার স্ত্রী রোববার (২ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের জঙ্গলে শুকনা পাতা সংগ্রহের জন্য যান। সন্ধ্যা হলেও না ফিরলে রাতভর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজে থানায় জানানো হয়। পরে স্থানীয়রা সোমবার দুপুরে বাড়ির অদূরে ওই গ্রামের তালুকদার ভিটা নামক স্থানে পাতায় ঢাকা তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সূত্র.রাইজিংবিডি
Facebook Comments