প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২০, ০৭:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 666 জনসুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্যজাত কন্যাকে হাসপাতালে রেখে বাবা-মা উধাও হয়ে গেছেন। শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির দেখাশোনা করছে।
জানা গেছে, শনিবার সাঈদা বেগম নামে এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। ওই সময় তার স্বামী ফারুক মিয়া সঙ্গেই ছিলেন। তিনি স্ত্রীকে ভর্তির সময় ঠিকানা দেন ওই উপজেলার কলকলিয়া ইউপির বালিকান্দি গ্রাম। ওইদিন বিকেলে একটি কন্যা শিশুর জন্ম দেন সাঈদা। শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যার পরই সদ্যজাত মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে যান ফারিক ও সাঈদা। হাসপাতালে দেয়া ঠিকানায় খোঁজ নিয়েও তাদের সন্ধানি পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধুসূদন ধর জানান, কোনো এক সুযোগে শিশুটির বাবা-মা হাসপাতালে তাকে রেখে পালিয়ে যান। বিষয়টি চিকিৎসক ও নার্সদের নজরে এলে তাদের খোঁজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজি করেও ফারুক-সাঈদা দম্পতির সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়ে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সেই শিশুটির দেখাশোনা চলছে। সে সুস্থ রয়েছে।
কলকলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, বালিকান্দি গ্রামে খোঁজ নিয়ে ফারুক মিয়া ও সাঈদা বেগম নামে কারো সন্ধান পাওয়া যায়নি। সম্ভবত হাসপাতালে তারা ভুল তথ্য দিয়েছে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে পাওয়া ঠিকানায় শিশুটির বাবা-মায়ের সন্ধান মেলেনি। তাদের শনাক্ত করতে কাজ চলছে।
Facebook Comments