প্রকাশিত সময় : নভেম্বর, ৫, ২০২০, ০৬:৩৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 688 জনশ্রমজীবী ডেস্কঃ- মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে আপন দেবর আকরাম আলীর উপর্যপুরি ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাবি মালা খাতুন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ছুরিকাঘাতে আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পথেই তার মৃত্যু হয়।
মালা খাতুন (৩৪) গাংনী উপজেলার বামুৃন্দি বাজার চেরাগি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বেলা ১১টার দিকে দেবর আকরাম আলী তার আড়াই বছরের শিশু পুত্র তানজিমকে গলা টিপে হত্যা করার সময় ভাবী মালা খাতুন বাধা দেয়।
এসময় রাগান্বিত হয়ে মালা খাতুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেবর আকরাম। গুরুতর অবস্থায় মালাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘাতক আকরামকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments